February 03, 2011

খোমাক্যচার প্রাকটিস

বাম্বুতে ডুডলিং মজা পাইলাম :D

3 comments:

  1. মেহেদী ভাই,
    ড্রইং নিয়ে আপনার একটা বই এবারের মেলায় আসার কথা শুনেছিলাম। সেটা কি এসেছে? যদি এসে থাকে, তবে সেটার নাম কি এবং কোথায় পাওয়া যাবে, তা দয়া করে জানাবেন।

    ReplyDelete
  2. প্রিয় সাদা চোখ ভাই,
    ছাপাখানার ভুত, পেত্নী ও রক্তচোষাদের হাত থেকে অবশেষে বইটি বের হয়েছে,
    পাবেন উন্মাদ স্টলে, টিএসসি থেকে আসলে বাংলা একাডেমির প্রথম যে গেট টা পড়বে তার উলটো পাশের রো'তে।
    ভালো থাকবেন

    ReplyDelete
  3. অর্ধেকটা প্রায় মুখস্থ হইয়া গেসে.........

    ReplyDelete

কার্ফিউ এর দিনগুলিতে কার্টুন

হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...