

এর ক'দিন আগেই আবার কোরবানী ঈদ ইস্যুর জন্য ছাগল গরু উট ইত্যাদি স্টাডি করেছিলাম। সব মিলিয়ে ঝিলিয়ে আচমকা মাথায় এক কৃয়েচার হামলা দিলো, তোড়ে নামিয়ে গেলাম সেটা। গুবরে পোকা+GOAT থেকে সেটা হয়ে গেলো 'গোবরাগোটা'।
আঁকতে আঁকতে একটা গল্প মাথায় কিলবিলাতে লাগলো--- নামিয়ে দিলাম।
(গল্পের মধ্যে একটা ফিলোসফিক্যাল মোচর মারার চেষ্টা করসি, আশা করি কেউ ধরতে পারবেন না, অল্প বিদ্যার কূফল, এদানীং রাসেলের লেখা ঘাঁটতেছি।)
আশা করি এই জিনিষ কাঠপেনসিল এ চালায়া দেয়া যাবে...
No comments:
Post a Comment