FIVERR এ এক বিদেশী ক্লায়েন্টের কাজ করছি, দারুণ গল্প আর ইন্টারেস্টিং সব ক্যারেক্টার। সব কাজের ফাঁকে সপ্তাহে দুই পৃষ্ঠা করে, মোটামুটি গোটা দশেক পাতা শেষ এরি মধ্যে। আর ক্যারেক্টার গুলি হাতে এসে গেলে আঁকা অনেক সহজে হয়। তাও এখনো অনাবশ্যক ডিটেইল এড়াতে পারি না, আসলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে ডিটেইল এমনি কমবে।
FIVERR এর দুইটা দারুণ ব্যাপার,
১. ডেডলাইন কাউন্টডাউন, সুতরাং মাথা ব্যাথা, বা ভাল লাগতেছে না বলার সুযোগ নাই। কাজ নামবেই।
২. বিল ভালো ও সেটা মার যাবার উপায় নাই।
আর কী চাই?
No comments:
Post a Comment