May 29, 2023

অবলোপী কমিকস চলছে

কিশোর আলোতে এবারে চলছে নিহিলিনের 'অবলোপী' কমিক্স। আঁকা যতই চেষ্টা করি সহজ করতে পারি না, মে বি নিজের জটিলতা  আঁকায় চলে আসে।
নিজে সহজ হইতে হবে। ঘুমাইতে হবে প্রচুর, আর সবকিছু সহজভাবে নিতে হবে।
(যেটা খুব কঠিন।)
 








May 28, 2023

Bangla Horror comics OBOLOPI

চলছে নিহিলিনের নতুন কমিকস 'অবলোপী' র কাজ। ইংকিং এ এবারে custom G pen ইউজ করছি। নিট ইংক করতে পারি না, এবারে চেষ্টা করছি, মজার ব্যাপার এতে বরং সময় কম লাগে ইংক এ। প্রেশার কন্ট্রোল করে মোটা চিকন স্ট্রোক দিলে বার বার লাইন দিতে হয়, কারণ সেটা একই সাথে লাইট এন্ড শেড মাথায় রেখে দিতে হয়, আর সেখানে আবার মাঝে মাঝেই দুই লাইনের মাঝে গ্যাপ থাকে, ফলে ফ্ল্যাট করতে সময় বেশি লাগে। এবারে ক্লিন করে দেখছি রঙ এও সময় বেঁচে যাচ্ছে।  





May 25, 2023

Comics drawing going on

 ইন্টারেস্টিং একটা কমিকস করছি, আমেরিকান এক প্রকাশনির কমিকস। সবমস্য নিজেই লিখে এঁকেছি, এই প্রথম অন্যের স্ক্রিপ্ট এ ও সম্পাদনায় কাজ করছি। অনেক কিছু শিখছি। 




May 23, 2023

Clipstudio Share your story option: IRABOTI

Very interesting option provided by Clipstudio paint. Just uploaded my recent Comics preview there.

May 17, 2023

রুহান রুহান এক মলাটে



এবারে একত্রে বের করবো রুহান রুহান, ২৫০ পেইজ এর হবে মোট, খারাপ না। 

 

May 12, 2023

Dino Tuti Villain character HAMBAL SAAN U CHI

 

চলছে ডাইনো আর টুটি সিরিজের নতুন বইয়ের কাজ, সেটার ভিলেইন ডিজাইন করলাম, এই টাইপ কাজ করতেই মজা লাগে বেশি। 

May 06, 2023

Pencil drafts for a new Comics

FIVERR এ এক বিদেশী ক্লায়েন্টের কাজ করছি, দারুণ গল্প আর ইন্টারেস্টিং সব ক্যারেক্টার। সব কাজের ফাঁকে সপ্তাহে দুই পৃষ্ঠা করে, মোটামুটি গোটা দশেক পাতা শেষ এরি মধ্যে। আর ক্যারেক্টার গুলি হাতে এসে গেলে আঁকা অনেক সহজে হয়। তাও এখনো অনাবশ্যক ডিটেইল এড়াতে পারি না, আসলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে ডিটেইল এমনি কমবে।

FIVERR এর দুইটা দারুণ ব্যাপার,

১. ডেডলাইন কাউন্টডাউন, সুতরাং মাথা ব্যাথা, বা ভাল লাগতেছে না বলার সুযোগ নাই। কাজ নামবেই।

২. বিল ভালো ও সেটা মার যাবার উপায় নাই।

আর কী চাই? 

 




হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...