May 13, 2022

ওয়ার্ল্ড প্রেস কার্টুন এর সংকলনে আমার কার্টুন।

 অবশেষে হাতে পেলাম! ওয়ার্ল্ড প্রেস কার্টুন প্রতি বছর পৃথিবীর সেরা সব কার্টুন নিয়ে একটা সংকলন করে। সেখানে শুধুমাত্র প্রেস-নিউজপেপারে প্রকাশিত কাজ স্থান পায়। ২০১৫ এর সংকলনে আমার একটা কাজ স্থান পেয়েছে। সেটা এতদিন পর সবাইকে জানানোর কারণ হল- এতদিন আমি নিজেই নিশ্চিত ছিলাম না! কারণ নিয়ম মেনে যাদের কার্টুন প্রকাশিত হবে তাদেরকে একটা সৌজন্য কপি পাঠানোর কথা। আমি পাইনি।

মাঝে তাবরিজ কার্টুনের একটা সাইটে বইটার একটা সূচী দেখি, তাতে দেখি মেহেদী হক, বাংলাদেশ। তারপর থেকেই নানা ভাবে জানার চেষ্টা করেছি, তাদের মেইল করা, ফেইসবুক পেইজে নক করা। মানে শুধু ইউরোপে যাওয়া বাকি রেখেছি। বুঝতে পেরেছি সবদেশের কার্টুনিস্ট ই আসলে এক জিনিস। আমাদের মতই অলস টাইপ। যাই হোক, শেষে হঠাত সেদিন কী একটা খোঁজ করার ফাঁকে দেখি এই বইয়ের একটা কপি সেল হচ্ছে। সাথে সাথে কার্টুনিস্ট কাম তুখোর ইঞ্জিনিয়ার Zahid কে নক। সে থাকে নেদারল্যান্ডস, সে বলার সাথে সাথে অর্ডার ঠুকে দিল। আর এক সপ্তাহের মাথায় চলে এল বই। এবং হ্যাঁ, সেখানে আমার কার্টুনটি আছে। এলফাবেটিকালি এ এর পরেই বি, আর বি ফর বাংলাদেশ।
এই অর্জনটা আমি উৎসর্গ করতে চাই আমার দুই গুরু আহসান হাবীব ও আমার পত্রিকার সম্পাদক নুরুল কবীর কে। বিশেষ করে Nurul Kabir যিনি না থাকলে আমি কার্টুনিস্ট হতাম বটে তবে পলিটিকাল কার্টুনিস্ট হতাম কি না জানি না। ধন্যবাদ সবাই।






পুনশ্চ: কার্টুনের প্রেক্ষাপট, নরেন্দ্র মোদী প্রথমবার জয়ী হয়ে ক্ষমতায় এলে এটা আঁকি। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গড়সে ছিলো উগ্রপন্থী আর এস এস সমর্থক। আর সেই মতাদর্শের একটি দল ক্ষমতায় এলো। যা গান্ধীর অহিংস দর্শনে আবারো চরম আঘাত।
কার্টুনটি ডেইলি নিউ এইজে ১৭ মে, ২০১৪ তে প্রকাশিত।



No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...