January 18, 2022

বিদায় নারায়ণ দেবনাথ Goodbye Narayan Debnath


বাংলা কমিকস কার্টুন এর কিংবদন্তী নারায়ণ দেবনাথ আজ সকাল ১০.১৫ তে মারা গেছেন। জীবনের সবচেয়ে দুর্লভ ও অসামান্য স্মৃতির একটি হল তাঁর সাথে দেখা হওয়া। ২০১৬ সালে স্বয়ং তাঁর হাত থেকে নারায়ণ দেবনাথ কমিকস পুরস্কার নেবার সৌভাগ্য হয়েছিলো আমার। এই পর্যাইয়ের মানুষেরা অনেকটা পর্বতের মত হয়ে যা। স্থির, শান্ত সৌম্য এবং মেঘের মত শুভ্র। প্রায় পুরো জীবন পশ্চিমবঙ্গে থাকলেও কখনই জন্মস্থান বাংলাদেশের বিক্রম্পুরের কতাহ ভুলতে পারেন নি তিনি। ঘরোয়া আড্ডায় প্রাণখুলে অনেক স্মৃতিচারণ চলেছিল পর পর দুইবার। 

করোনার জটিলতায় শেষে আরেকবার দেখার সুযোগটা আর হলো না মিতু বা আমার কারোরই।

No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...