July 16, 2020

learning Zbrush

জি ব্রাশ নামের একটা ডিজিটাল স্কাল্পটিং সফটওয়ার শেখার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। সুযোগটা এসে গেল মোহাম্মদ শিহাব উদ্দিন ভাই (টুমরো) এর কল্যাণে। যা হয়, প্রথম দিকে খবর হয়ে যায় বুঝতে, তাও জিনিসটা দারুণ। টুকটাক যা শিখলাম তা থেকে হাবিজাবি বানাচ্ছি, আজ বানালাম মিতুর মাথা। :P


No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...