কিশোর বাংলা পত্রিকায় এবারে দুই রূপে আসতে যাচ্ছি, একটা বেশ বড়ো গল্প লিখেছি নিহিলিন ক্লাবের (বিষপর্ণী), আর সেই সাথে অন্যদের গল্পের ইলাস্ট্রেশন। এই ম্যাগাজিনে কাজ করার সময় একটা উত্তেজনা কাজ করে, এই কিশোর বাংলাতেই মুহম্মদ জাফর ইকবাল স্যারের দীপু নাম্বার টু বের হয়েছিল ধারাবাহিক ভাবে। আর এখানে আগে ইলাস্ট্রেটর হিসেবে কাজ করতেন অভিনেতা আফজাল হোসেন।
ইলাস্ট্রেশন সবসময়েই চ্যালেঞ্জিং মনে হয় আমার কাছে। অন্যের লেখা পড়ে তার মুড টা বোঝাই সব চেয়ে কঠিন। আর ইদানীং স্কিলের চাইতে সেই মুড ধরাটাই আসল মনে হচ্ছে। গল্পের মধ্যে গল্পটা কী সেটা বোঝাই আসল।
ইলাস্ট্রেশন সবসময়েই চ্যালেঞ্জিং মনে হয় আমার কাছে। অন্যের লেখা পড়ে তার মুড টা বোঝাই সব চেয়ে কঠিন। আর ইদানীং স্কিলের চাইতে সেই মুড ধরাটাই আসল মনে হচ্ছে। গল্পের মধ্যে গল্পটা কী সেটা বোঝাই আসল।
No comments:
Post a Comment