September 09, 2017

ওয়ার্ল্ড প্রেস কার্টুন কনটেস্টে আমার কাজ!

ওয়ার্ল্ড প্রেস কার্টুন কনটেস্ট এ কার্টুন পাঠানোর চিন্তা অনেক দিন থেকেই ভেবেছি কিন্তু এঁকে সেটা পাঠানোর জটিলতা (বিরাট কেরাঞ্চি করে দিতে হয়, এবং পাঠাতে হয় DHL এ :/ ) আর সেই সাথে আমার আঁকা রাজনৈতিক কার্টুন প্রায় সবগুলি-ই শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি নিয়ে করি, এদের প্রতিযোগিতার চাহিদার সাথে সেটা যায় না । তবে এবারে আর চিন্তা না করে মোটামুটি আন্তর্জাতিক ধরনের একটা কাজ পাঠিয়ে দিলাম। মহাত্মা গান্ধীর দেশে কট্টর হিন্দুত্ববাদী বিজেপির জয়ের যে আইরনি সেটা নিয়ে করা আমার একটা প্রিয় কার্টুন। এবং যথারীতি আমার বিখ্যাত ভাগ্যের ফেরে মেইল পোস্ট করার দিন পরেই তাদের ফেইসবুক পেইজ এ দেখি তারা তাদের অফিস পাল্টাচ্ছে! মানে ঠিকানা বদল হয়ে যাচ্ছে। বেশ কয়েকবার মেইল করেও জানা গেলো না আদৌ আমার কাজ তারা পেয়েছে কি না। শেষে দেখি শুধু অফিস শিফট-ই না, স্পন্সর জটিলতায় এবারের প্রদর্শনী এবং অনুষ্ঠান দুই ই স্থগিত। সব ভুলে বসে আছি এমন সময় হঠাত জবাব এল, আমার কার্টুন তারা পেয়েছেন, এবং সেটা এবারের ওয়ার্ল্ড প্রেস কার্টুন অফ দ্যা ওয়ার্ল্ড এর জন্যে নির্বাচিতোও হয়েছে! এটা একটা দারুণ ব্যাপার আমার জন্যে-
এই কাজটা পাঠিয়েছিলাম
যদ্দুর জানি ডেইলি স্টারের সাদাত এরও একটা কার্টুন এর আগে এই সংকলনে ছিল। স্বভাবসুলভ প্রচারবিমুখতায় সে সেটা জানায় নি (নাকি আমি মিস করেছি?)। যাই হোক, এই খবরটা শেয়ার করার কারণ আত্মপ্রচার না, বরং আমাদের দেশের কার্টুনিস্ট, আঁকিয়ে, পেইন্টার সবাই যাতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাজ পাঠায় তার জন্যে একটা অনুরোধ। জন এ লেন্ট এসে আমাদের বলে গিয়েছিলেন আমরা যাতে সব জায়গায় কাজ পাঠাই। পৃথিবীর অনেক দেশের কার্টুন প্রদর্শনীর জুরি তিনি কিন্তু বাংলাদেশের নাম তিনি লিস্ট এ দেখেন না, আমার মতে কাজ পাঠালে অন্তত বিভিন্ন দেশের নামের সাথে সাথে বাংলাদেশের নামটাও দেখা যাবে, সেটা দেখতে ভাল লাগে- এটাই অনেক।

এর চেয়ে ভাল রেজ্যুলিউশনের ছবি দিতে পারলাম না বলে দুঃখিত :/



3 comments:

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...