December 14, 2016

তাগড়া

ঠিক দশ বছর আগের কথা, সেন্টার ফর লিবারেশন ওয়ার স্টাডিজ থেকে আমার বস আহসান হাবীব কে ডেকে পাঠালো, তারা মুক্তিযুদ্ধের কমিক্স সিরিজ করবে। আমিও মহা উত্তেজিত হয়ে তাঁদের মিটিং এ গেলাম বসের ডাকে। প্ল্যানটা দারুণ, তাঁদের অর্থায়নে একের পর এক কমিক্স হবে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। প্রথম গল্প হিসেবে সিলেক্ট করা হল মেজর (অবঃ) কামরুল ইসলাম এর একটা বইয়ের একটা ছোট গল্প , সত্যি ঘটনা অবলম্বনে লেখা সেই গল্প নিয়েই আমার প্রথম কমিক্স এর কাজ শুরু (এর আগে যদ্দূর মনে পড়ে কোন কমিক্স ছাপা হয় নি)। ড্রাফটিং পেন আর জল রঙ এ হাতে এঁকে ১৫ কি ২০ দিনের মাথায় কাজ জমা দিলাম। সেটা ছাপাও হল। কিন্তু কী এক আশ্চর্য কারণে সেই বই কখনো মার্কেট এ এলো না। বরং পরের বইমেলায় অবাক হয়ে দেখলাম সেই একই গল্প নিয়ে গ্রামীণ ফোনের অর্থায়নে বিরাট ঘটা করে আরেকটা কমিক্স বের হয়েছে, এবং এখানে উদ্যোগ নিয়েছে সেই একই সেন্টার ফর লিবারেশন ওয়ার স্টাডিজ। আমি কিছুই বুঝলাম না, আহসান ভাইও বোঝেন নি। আমরা আসলে আর বোঝার চেষ্টাও করিনি। কর্পোরেট আর স্পন্সরের কোন এক মারপ্যাঁচ এ পড়েছিলাম আমরা অতি সরল কার্টুনিস্ট গোষ্ঠী। সে যাক গে। অনেক দিন পর সেই কমিক্স এর একটা কপি খুঁজে পেতে মনে হল অন্তত এখানে শেয়ার দিয়ে রাখি। কিছু মানুষ অন্তত দেখুক।
ভাল কথা সেই কমিক্স প্রজেক্ট ওখানেই থেমে গিয়েছিল। আমরাও আর যোগাযোগ করিনি।
















No comments:

Post a Comment

চলছে ফরেন কমিকস