October 24, 2016

আয়নাবাজী প্রচ্ছদ


উন্মাদ এর পরের সংখ্যার জন্যে করা প্রচ্ছদ। অমিতাভ রেজা বিজ্ঞাপন চক্রের থেকে বের হয়ে একটা সিনেমা শেষ মেশ শেষ করতে পেরেছেন সেজন্যে তাঁকে সাধুবাদ। এই দুষ্ট চক্রে কত সম্ভাবনা যে শেষ হয়ে গেল। 
আহসান ভাই দেখে এসে বললেন, ভালো হইসে, দেইখো- আর তার পরেই এটা নিয়ে একটা প্রচ্ছদ করা যায় কি না জিজ্ঞেস করলেন। আওয়ামী লীগ এর কাউন্সিল, রামপাল ইত্যাদি বিষয় নিয়ে একাধিক কার্টুন 'বিশেষ কারণ' এ ছাপা না হওয়ায় সেই ফাঁকতাল এ অন্য সব কাজ এগোচ্ছি। পলিটিক্যাল কার্টুনের জন্যে বাজে দিন যাচ্ছে, জন এ. লেন্ট ক'দিন আগে বলে গেলেন 
সেলফ সেন্সর ইজ দ্যা ওয়ার্স কাইন্ড অফ সেন্সরশিপ।
কথা সত্য। কোন একদিন আমার অপ্রকাশিত কার্টূন সমগ্র বের হবে আশা করি।


2 comments:

  1. ভাইয়া আমি চাই আপনার অপ্রকাশিত কার্টুন গুলো খুব তাড়াতাড়ি বের হোক। আমরা এ দেশের জনগণকে কার্টুন দিয়ে বুঝিয়ে দিতে চাই যে আমরা কি পারি।

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...