March 11, 2015

Ruhan Ruhan 03 is going on




4 comments:

  1. ভাইয়া আমি আমার কাজ নিয়ে হতাশ । ড্রয়িংকে আমি প্রফেশন হিসেবে নয়, শুধুমাত্র একজন ভাল আঁকিয়ে হতে চাই ড্রয়িং ভাল লাগে বলে। কিন্তু গত কয়েক বছরেও আমার কাজের কোন উন্নতি হচ্ছেনা। ফেস প্রোফাইল ভাল করতে গেলে ফিগারে গোলমাল লেগে যায়্‌ আবার ফেস প্রোফাইলেও অনেক সমস্যা। নিজেই বুঝতে পারি আমার আঁকা খারাপ। কার্টুন আঁকতে ভাল লাগে। আবার কেরিকেচারের প্রতিও আগ্রহ আছে। কিন্তু ক্যারিকেচার করতে গেলে লাইকনেস্‌ আসেনা। ইদানিং আমার মনে হচ্ছে আমার শেখার পদ্ধতিতে গণ্ডগোল আছে। আমি কি কার্টুন দিয়েই শুরু করব নাকি কি ক্যারিকেচার আর কার্টুন দুটাই একসাথে আয়ত্তে আনতে পারব বুঝতে পারছিনা। আমি আবার নতুন করে শুরু করতে চাই। কোত্থেকে শুরু করলে এবং কিভাবে শুরু করলে ভাল হয়? কি করতে পারি? :(

    ReplyDelete
  2. প্রথম কাজ হল, নিজের যেই ড্রয়িঙ্গটা করতে ভাল লাগে (হতে পারে সেটা একেবারে যা-তা) সেটা করা। একটা পেন্সিল/ কল্ম নেন। যা মাথায় আসে নন্সেন্স আঁকতে থাকেন। তারপরের ধাপ হল যেটা দেখে ভাল লাগে সেটা দেখে দেখে হুবহু আঁকার চেষ্টা করেন- সহজ কিছু হওয়াই ভাল। থিওরি ভুলে যান, আর হার্ডকোর কঠিন এনাটমিকাল ড্রয়িং বা ডিজিটাল কিছু করার চেষ্টা বাদ দ্যান, সাথে চালান স্কেচবুকিং। এক মাস আগে এটা চালান, পরেরটা পড়ে।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ ভাইয়া। আজ থেকেই শুরু করব আবার নতুন করে। ডিজিটাল মিডিয়াম বাদ। :)

      Delete
    2. আর ভাইয়া আমি ছোট। আমাকে তুমি করে সম্বোধন করলে আমার বেশি ভাল লাগবে :)

      Delete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...