November 27, 2014

ভিভিয়ান


নেট ঘাঁটার ফাঁকে দারুণ সারপ্রাইজ, গত বছর লন্ডনে ভিভিয়ান নামের এই চিল্ড্রেন বুক ইলাস্ট্রেটর এর সাথে দেখা হয়েছিলো। বেশ ভাল লেগেছিল তার কাজ, এত মজার কন্সেপ্ট। একটা কমিক্স সে করেছে বিরাট সাইজ যার মূল আইডিয়াটা এমন যে কেউ যদি (মানে কোন পিচ্চি আর কি) দুঃস্বপ্ন দেখে তবে সেটার বর্ণনা লিখে বালিশের নীচে রেখে ঘুমালে একটা র‍্যাবিট আর ভাল্লুক (আসলে মনে নাই এইটাইপ কিছু গুগল করে দেখি আবার) এসে সেটা পড়ে নাইটমেয়ার বাস্টার হিসেবে কাজ করে, মানে তারা দুঃস্বপ্নের মধ্যে ঢুকে ওই ভিকটিম কে সাহায্য করে। অসাধারণ লাগলো আমার আইডিয়াটা। ওইসময় বেচারী নিজের ঘরের কিছু সংস্কার করছিল, নতুন করে রঙ করছিলো, গায়ের এখানে ওখানে রঙ লেগে ছিল দেখে জিজ্ঞেস করতেই বল্ল বাসা রঙ করি (আমরা নিজের নিজে বাসা রঙ করাটা অনেক অপমানের মনে করি), তখন ধুপ ধাপ করে এই ক্যারিকেচারটা করে দিয়েছিলাম, আজ দেখি সে তার ব্লগে সেটা তুলে রেখেছে। 

No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...