November 30, 2014

বিদায় চৌকা


কাইয়ূম চৌধুরী মারা গেছেন, আজ রাতে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত মিউজিক ফেস্টিভ্যাল এ বক্তব্য রাখার এক পর্যায়ে উনি মঞ্চেই পড়ে যান, হাসপাতালে নেবার পর তাঁকে মৃত ঘোষোণা করা হয়। আশি বছর জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ্য ও কর্মক্ষমভাবে কাজ করে যাওয়া এই 'সেইজ' প্রজাতির মানুষটির অকাল মৃত্যু হয়েছে এটা বলা যাবে না। কিন্তু কী এক বিষন্ন কারণে খুব অস্থির লাগছে। স্যারের সাথে একদিনই কথা বলার সুযোগ হয়েছিলো। আমাদের কার্টুনিস্ট এসোসিয়েশনের প্রথম প্রদর্শনীতে আমাদের অন্যতম উপদেষ্টা র'নবী স্যারের বাসায় গিয়ে জানতে চাই উনি উদ্বোধন করবেন কি না। জবাবে উনি বলেন সবচেয়ে ভাল হয় 'কাইয়ূম ভাই' করলে। আমি মনে মনে বলি তাহলে তো খুবই ভালো হয়, র'নবী স্যার ফোন দিলেন- কাইয়ূম ভাই, তরুণ কার্টুনিস্টরা একটা এসোসিয়েশন করেছে, আপনি কি ওদের প্রথম প্রদর্শনীটি উদ্বোধন করতে পারবেন?' এ পাশের কথা থেকে বোঝা গেলো উনি এক কথায় রাজী। ফোন রেখে র'নবী স্যার জানালেন তোমরা হয়ত জানো না, কাইয়ূম ভাইও কিন্তু 'চৌকা' নামে কার্টুন এঁকেছেন আগে, চৌধুরীর 'চৌ' আর কাইয়ূমের 'কা' মিলে চৌকা।
২০১০ সালে জাতীয় প্রেসক্লাব চত্বরে তরুণ কার্টুনিস্টদের সামনে উপবিষ্ট বাঁ থেকে শিশির ভট্টাচার্য,
রফিকুন নবী, কাইয়ূম চৌধুরী ও আহসান হাবীব
প্রদর্শনীর দিন সবার আগে উনি এসে হাজির, আমরা বিব্রত কারণ 'তরুণ' কার্টুনিস্টদের অনেকেই আমরা আসতে পারি নি। যাই হোক, তাতে ওনার কোন সমস্যা নেই। খুবই সহজ স্বাভাবিক এই মানুষটা ঘুরে ঘুরে আমাদের অকিঞ্চিতকর কার্টুন গুলি দেখতে লাগলেন। আর সে সময়ে আর কেউ ধারে কাছে না থাকায় আমি সাথে সাথে ঘরতে থাকি । তখন টুকটাক কথা হয়। মহৎ মানুষগুলির একটা কমন চরিত্র দেখি তাঁরা এতই অবিশ্বাস্য রকম সাধারণ যে না জানলে বোঝা যায় না এঁদের আসল মাপ।

এই মানুষগুলি একজন একজন করে চলে যায় আর আমি ভাবি- এই মানুষগুলির কোন রিপ্লেস কি আদৌ আছে? এই ব্যচটা যারা বাংলাদেশকে হতে দেখেছেন, যারা একটা ধ্বংসস্তুপের ভেতর থেকে আবার শুরু করেছিলেন, এই লোক গুলি কি আর হওয়া সম্ভব? বাংলাদেশের গ্রাফিক জগত মোটামুটী এক হাতে আরেক উচ্চতায় নিয়ে যাওয়া এই গুরুকে সালাম। ভালো থাকুন
যেখানেই থাকুন।

November 29, 2014

Comics Comics Comics

বার্গার বাড়ির কনসেপ্ট আর্ট
গত ২৫ দিনে আমরা ৬ জন কমিক্স আঁকিয়ে ৬ টা কমিক্স নামিয়ে দিয়েছি। প্রজেক্টটা ছিল সরকারী পুষ্টি অধিদফতরের। শিশুদের জন্যে স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছানোই ছিল উদ্দেশ্য।  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোমেন (ডঃ রোমেন রায়হান আমার মতে বাংলাদেশের সর্বশেষ জীবিত ছড়াগদ্যকার, আজকাল কাউকেই দুই পাতা জুড়ে একটা বড় ছড়া না ঝুলিয়ে লিখে যেতে দেখি না, এর আগে ছিলেন আবদার রশীদ।) ভাই দ্য গ্রেইট। উনার প্রশ্রয়ে আমরা যা ইচ্ছা তাই ফ্যান্টাসি মিলিয়ে কমিক্স নামিয়ে দিয়েছি। আশার কথা এটা বাংলাদেশব্যাপী ছড়িয়ে যাবে, আর এর ক্রেডিট লাইন এ নাম যাবে ঢাকা কমিক্স এর। ব্র্যান্ডের জন্যে এটা একটা বড় পাওয়া। পুষ্টি অধিদফতরের অনুমতি সাপেক্ষে কমিক্স গুলে আমি এই ব্লগেই ফৃ তুলে দিতে চাচ্ছি। দেখা যাক কালকের মিটিং এ তাঁরা কী বলে|


November 27, 2014

ভিভিয়ান


নেট ঘাঁটার ফাঁকে দারুণ সারপ্রাইজ, গত বছর লন্ডনে ভিভিয়ান নামের এই চিল্ড্রেন বুক ইলাস্ট্রেটর এর সাথে দেখা হয়েছিলো। বেশ ভাল লেগেছিল তার কাজ, এত মজার কন্সেপ্ট। একটা কমিক্স সে করেছে বিরাট সাইজ যার মূল আইডিয়াটা এমন যে কেউ যদি (মানে কোন পিচ্চি আর কি) দুঃস্বপ্ন দেখে তবে সেটার বর্ণনা লিখে বালিশের নীচে রেখে ঘুমালে একটা র‍্যাবিট আর ভাল্লুক (আসলে মনে নাই এইটাইপ কিছু গুগল করে দেখি আবার) এসে সেটা পড়ে নাইটমেয়ার বাস্টার হিসেবে কাজ করে, মানে তারা দুঃস্বপ্নের মধ্যে ঢুকে ওই ভিকটিম কে সাহায্য করে। অসাধারণ লাগলো আমার আইডিয়াটা। ওইসময় বেচারী নিজের ঘরের কিছু সংস্কার করছিল, নতুন করে রঙ করছিলো, গায়ের এখানে ওখানে রঙ লেগে ছিল দেখে জিজ্ঞেস করতেই বল্ল বাসা রঙ করি (আমরা নিজের নিজে বাসা রঙ করাটা অনেক অপমানের মনে করি), তখন ধুপ ধাপ করে এই ক্যারিকেচারটা করে দিয়েছিলাম, আজ দেখি সে তার ব্লগে সেটা তুলে রেখেছে। 

November 13, 2014

রেডিও স্বাধীন আর উন্মাদ-জেসিসি কমিকন ২০১৪

দারুণ একটা সেশন কাটিয়ে এলাম আজ রেডিও স্বাধীন এ। বিষয়বস্তু উন্মাদ-জেসিসি কমিকন ২০১৪। সাথে ছিলেন গ্রেট জামিল ভাই (ছবিতে সবার ডানে) ইফাদ এর ইফতেখার ভাই, আর আর.জে. কাজরিয়া কায়েস। কেন কমিকন কেন উন্মাদ, কেন ইফাদ ইত্যাদি নিয়ে কথাবার্তা হল। জীবদ্দশায় চারিদিকে কার্টুন কমিক্স নিয়ে রীতিমত সাক্ষাতকার দিয়ে ঘুরতে হবে এটা সত্যি ভাবি নাই। যাই হোক, কাজের কথা হল কাল দুপুর ২টা থেকে গুলশানের শ্যুটিং ক্লাব এ শুরু হতে যাচ্ছে এ বছরের কমিককন, মানে কিনা কমিক্স কনভেঞ্জশন। উন্মাদ এর সাথে জোট বেঁধে জামিল'স কমিক্স এর জামিল ভাই এই আয়োজন করেছেন। এই ভদ্রলোককে আমার বেশ পছন্দ। একই সাথে কমিক্স পাগল আর ঠাণ্ডা মাথার ব্যবসায়ী বুদ্ধিওয়ালা মানুষ আর তিনি আবার ভদ্র- এটা সত্যি রেয়ার।
যাই হোক, কমিককন এ আমাদের ঢাকা কমিক্স এর নতুন আকর্ষণ হিসেবে থাকবে এর অ্যান্ড্রয়েড অ্যাপ!
এখান থেকেও নামাতে পারেন চাইলে (প্রচারেই প্রসার )

November 09, 2014

Bloop Animation Film Festival 2014

কাল একটা এনিমেশন ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান এ রীতিমতন বক্তৃতা দেবার দাওয়াত পেলাম। মজাই লাগছে! সাথে থাকবেন বস, রানা ভাই, শিশির'দা, নোটন ভাই এবং আশা করি সব্যদা'। লাইফ ইজ গুড।

November 06, 2014

উন্মাদ-জেসিসি কমিক- ডেইলি স্টারের সাথে আড্ডা

বাম থেকে- জামিল ভাই দ্য গ্রেট (জামিল'স কমিক্স এর জামিল ভাই! এই মানুষটাকে আমার বেশ পছন্দ, নিপাট ভদ্রলোক এবং যা বলেন তাই করেন, ঢাকা কমিক্স আর উন্মাদ এর একজন বিরাট শুভাকাংখী)। মিকো ভাই (আর্কিটেক্ট- কমিকনেরও আর্কিটেক্ট বলা যায়) আর আমি (এটা বলে দিতে হল কারণ আমি-ই চিনি নাই। খোদার খাসী মনে হচ্ছে। এই ছবি দেখার পরে থেকে আবার হাতির ঝিল হেঁটে পার করছি প্রতিদিন।)
আজকের ডেইলিস্টার এর SHOUT এ বের হওয়া আমাদের আড্ডা অন কমিকন পড়তে ক্লিক করুন এখানে

November 03, 2014

গুরু

এই লোকটা দারুণ! আর এই লোকটা হিস্টোরি!

November 01, 2014

গ্যাটিস


নিউ এইজ এর বিজনেস পেইজের মিঠু ভাইয়ের জন্যে মাঝে মাঝেই কিছু 'গ্যাটিস' (filler) আঁকতে হয়। সেখান থেকে এক পিস।

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...