মাঙ্গাস্টুডিও 'নামাতে পারি নাই' বলে অনেকেই বলেছেন তারা কমিক্স আঁকার থেকে পিছিয়ে যাচ্ছেন! তাদের জীবন বাঁচানোর ছোট্ট চেষ্টা, ফটোশপ ৭ এই কমিক্স এর পেইজ আঁকা যায়। আশা করি এই পোস্ট এ কিছুটা উপকার হবে কারো কারো। হ্যাপি ড্রয়িং!
প্রথমে একটা নতুন ফাইল খোলা। ঢাকা কমিক্স এর মাপ আর রেজ্যুলিউশন এ।
১১.২৫ বাই ৬.৫ ইঞ্চি। রেজ্যুলিউশন ২০০ পিকজেল/ ইঞ্চি। (আমি এই কাজটা পুরোটাই ফটোশপ ৭ এ করেছি।)
এরপর একটা নতুন লেয়ার নেয়া (Ctrl+Shift+N) |
এবারে থাম্বনেইলটার অপ্যাসিটি কমিয়ে নেয়া হল। |
পুরো প্রক্রিয়াটা এখানে আরো ভেঙ্গে দেয়া হল। |
এবারে আরেকটা লেয়ার খুলে সেটার নাম দেয়া হল লে আউট। খেয়াল রাখতে হবে এটা কিন্তু পেন্সিলিং না! এটা হল একেবারে রাফলি করা থাম্বনেইল টার আরেকটু কারেকশন। |
এখানে মোটামুটি পুরো ড্রয়িংটাই আরেকটু ঘষেমেজে ঠিক করা হল। একেবারে ফাইনাল না হলেও কোন ক্যারেক্টার দেখতে কেমন হবে সেটা কিন্তু প্রায় পুরোটাই এখানে করে দেখা হল। |
এবারে Layout এর ওপ্যাসিটি আবার কমিয়ে নিয়ে নিউ লেয়ার PENCIL খোলা হচ্ছে। |
এবং পেন্সিল প্রায় পুরো ফাইনাল করেই করা ভালো। মানে ইঙ্কিং এ খালি এর ওপর হাত বুলানো আর ডিটেইল করা। |
একইভাবে আরেক লেয়ার এ ইঙ্কিং। |
দারুণ !
ReplyDelete