May 22, 2014

Developing a Comics page in Photoshop 7

মাঙ্গাস্টুডিও 'নামাতে পারি নাই' বলে অনেকেই বলেছেন তারা কমিক্স আঁকার থেকে পিছিয়ে যাচ্ছেন! তাদের জীবন বাঁচানোর ছোট্ট চেষ্টা, ফটোশপ ৭ এই কমিক্স এর পেইজ আঁকা যায়। আশা করি এই পোস্ট এ কিছুটা উপকার হবে কারো কারো। হ্যাপি ড্রয়িং!


প্রথমে একটা নতুন ফাইল খোলা। ঢাকা কমিক্স এর মাপ আর রেজ্যুলিউশন এ। 
১১.২৫ বাই ৬.৫ ইঞ্চি। রেজ্যুলিউশন ২০০ পিকজেল/ ইঞ্চি। (আমি এই কাজটা পুরোটাই ফটোশপ ৭ এ করেছি।)



এরপর একটা নতুন লেয়ার নেয়া (Ctrl+Shift+N)

এবারে ওয়াকম (আমারটা ব্যাম্বুর প্রথম মডেল মোটামুটি এন্টিক এর পর্যায়ে চলে গেছে।) এ
টা যেটা করছি সেটার নাম থাম্বনেইল। এটা আসলে খুবই ছোট্ট একটা বক্স এঁকে তার মধ্যে পেইজ এ কী চাচ্ছি সেটা এঁকে দেয়া।
এই পর্যায়ে সব রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা ভাল। মানে চাইলে এখানেই কাটিকুটি করে ঠিক করে নেয়া।

এবারে সেটা ট্রান্সফর্ম টুল দিয়ে (Ctrl+T) টেনে বড় করে আমার ক্যানভাসের সমান করে নিলাম। এখানে কিছুটা ডিস্টর্ট হলেও সমস্যা নেই। তারপর মার্জিন যেখানে চাই সেখানে সেখানে রুলার থেকে রেফারেন্স লাইন টেনে আনলাম। মাঙ্গাস্টুডিও তে এই যন্ত্রণাটা নেই।

এবারে থাম্বনেইলটার অপ্যাসিটি কমিয়ে নেয়া হল।

কমিক্স এর পেইজ এ কিচু ইনসার্ট পেইজ হলে সেটা জমে। এখানে সামনের তিনটা ফ্রেমই আসলে ইনসার্ট ফ্রেম।
পলিগন ল্যাসো দিয়ে সেটুকু সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম Stroke. সেখানে ১০ পয়েন্ট সিলেক্ট
করে আউটলাইন দেয়া হল। ভালো কথা এর পুরোটাই একটা নতুন লেয়ারে রাখা হয়েছে।

পুরো প্রক্রিয়াটা এখানে আরো ভেঙ্গে দেয়া হল।

এবারে আরেকটা লেয়ার খুলে সেটার নাম দেয়া হল লে আউট। খেয়াল রাখতে হবে এটা কিন্তু পেন্সিলিং না!
এটা হল একেবারে রাফলি করা থাম্বনেইল টার আরেকটু কারেকশন।

এখানে মোটামুটি পুরো ড্রয়িংটাই আরেকটু ঘষেমেজে ঠিক করা হল। একেবারে ফাইনাল না হলেও কোন ক্যারেক্টার
দেখতে কেমন হবে সেটা কিন্তু প্রায় পুরোটাই এখানে করে দেখা হল।

এবারে Layout এর ওপ্যাসিটি আবার কমিয়ে নিয়ে নিউ লেয়ার PENCIL খোলা হচ্ছে।

এবং পেন্সিল প্রায় পুরো ফাইনাল করেই করা ভালো। মানে ইঙ্কিং এ খালি এর ওপর হাত বুলানো আর ডিটেইল করা।

একইভাবে আরেক লেয়ার এ ইঙ্কিং।

আমি সাধারণতঃ একটা নরমাল হার্ড ব্রাশ এর Other Dynamics অন করে Spacing
জিরো করে shape Dynamics  তুলে দিয়ে ব্রাশের Tip shape একটু চ্যাপ্টা করে নেই।
যে যার নিজের পছন্দ মত ব্রাশ ব্যবহার করাই ভালো। হ্যাপি ড্রয়িং :) 


May 04, 2014

Doodle

Having fun with new Mangastudio bushpack from 888toto on deviant art :)

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...