রিশাদ ০২ এর স্টোরি শিট |
রুহান রুহান এর স্টোরি শিট |
ইঙ্কিং এর কাজ শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি |
হাফটোন এ ভ্যালু ম্যানেজমেন্ট |
এবারে লেটারিং সব হাতেই করছি |
এ ক'দিন টানা কমিক্স এঁকে যাচ্ছি। বেশ মজা পাচ্ছি কাজ করে। মাঙ্গাস্টুডিও সফটওয়ার এ না করলে এত দ্রুত কাজ করা যেত না। এখন গড়ে প্রতিদিন চার পৃষ্ঠা করে আঁকছি। এক সময় মনে আছে দিনে এক পৃষ্ঠা করলে সেটাই অনেক মনে হত। যদিও তারপরেও যথেষ্ট প্রেশারের কাজ, কারণ একই সাথে ঢাকা কমিক্স এর দুই দুইটা ৩২ পৃষ্ঠার কমিক্স করছি। এর মধ্যে রিশাদ ০২ টা অনেকটাই এক্সপেরিমেন্টাল। সাদায় কালোয় করা এই কমিক্স এ এই প্রথম নিজে হাফটোন এর কাজ করে নিচ্ছি। জাপানিজ মাঙ্গা ইন্ডাস্ট্রিই পৃন্টিং কস্ট কমাতে সাদা কালো ও সেই সাথে গ্রেডিয়েন্ট শেডের বদলে হাফটোন এর কাজ শুরু করেছিলো। তাদের ওই টেকনিক আর সাথে ডিসি মার্ভেল ভার্টিগোর স্টোরিটেলিং মিলিয়ে কিছু একটা করে যাচ্ছি- মূল ব্যাপার হল এনজয় করছি কাজটা। এই বইমেলায় দুইটা বই রিলিজ হতে যাচ্ছে ফ্রম ঢাকা কমিক্স।
দুর্দান্ত!
ReplyDelete