October 11, 2013

কুফা প্রজেক্ট

এই একটা কমিক্স গত তিন মাস ধরে করেও শেষ করা যাচ্ছে না। একেকবার একেক সমস্যা হয়, শেষ যেটা হল সেটা ছিল- আমার কম্পিউটারের হার্ড ড্রাইভ (ব্যাকাপ ড্রাইভ সহ) ক্র্যাশ করা। খুঁজে পেতে পাওয়া গেল হাফ ডান একটা পিডিএফ ফাইল। বলতে গেলে গোটাটাই আবার আঁকতে হল। আজ শেষ করলাম। আশা করি ঈদের পরেই ঢাকা কমিকনে রিলিজ পেতে যাচ্ছে সাই-ফাই টাইপ গল্প রিশাদ-১। গল্প ভাবনায় ছিল নাভিদ হোসাইন নামের একেবারে বাচ্চা একটা ছেলে, আর আঁকায় সহযোগিতা করেছে রাতুল আসিফ, এ সময়ের অন্যতম প্রমিজিং আঁকিয়ে। আশা করি কুফান্তিস কাটিয়ে শেষ পর্যন্ত খারাপ হবে না কমিক্স টা- আপাতত এই, পরে বিস্তারিত।

No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...