May 31, 2013
May 26, 2013
May 21, 2013
ইঙ্কিং
শুধু কালিতে কোন ড্রয়িং ভাল মত করতে গেলে আমার কাজ সবসময়েই মাখায়ে যায়। গত কয়েক বছর অসংখ্য ব্লগ, বই আর ভিডিও টিউটোরিয়াল ঘেঁটে ঘুঁটে যেটা বুঝলাম সেটা হল- এই জিনিস আয়ত্তে আসাটা একটা সাধনার ব্যপার। কারণ কালি মানে শুধু ছায়া না, মানে যেখানে অন্ধকার সেখানে কালো করে দিলেই এটা হয় না, ব্যাপারটা কখনো কখনো VALUE কখনো আবার শুধুই DESIGN. কমিক বুক ইংকিং এর কয়েকটা বই এ ব্যাপারে বেশ ভাল কাজে দিয়েছে আমার জন্যে, আগের চে' কিছুটা আয়ত্তে এলেও এখনও দিল্লী বহুত দুরস্ত। এখানে একটা ছোট্ট স্টাডি শেয়ার করি।
আসলে ইঙ্কিং কথাটা শুনে যা মনে হয় ব্যাপারটা তার চে' জটিল, কারণ এতে লিমিটেড লাইনে আসল ফর্মটা বোঝানোর ব্যাপার থাকে, আরো ঘাঁটছি, বিগিনার কেউ এই পোস্টের কিছুই বুঝবেন না হয়ত, আমি আরো পেছনে থেকে আমার কিছু অভিজ্ঞতা এখানে নিয়ে আসবো ভাবছি।
![]() |
প্রথম ধাপ এ শুধু আউটলাইন |
![]() |
এবারে একটা ফ্ল্যাট রঙ মেরে দিলেও কিন্তু জিনিসটা কাজ চালাআব্র মত হয়ে যায়, কারণ মূল কাজটা কালিতেই করে ফেলা হয়েছে। |
আসলে ইঙ্কিং কথাটা শুনে যা মনে হয় ব্যাপারটা তার চে' জটিল, কারণ এতে লিমিটেড লাইনে আসল ফর্মটা বোঝানোর ব্যাপার থাকে, আরো ঘাঁটছি, বিগিনার কেউ এই পোস্টের কিছুই বুঝবেন না হয়ত, আমি আরো পেছনে থেকে আমার কিছু অভিজ্ঞতা এখানে নিয়ে আসবো ভাবছি।
Subscribe to:
Posts (Atom)
হ্যাংওভার কাটিয়ে
একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...

-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
এইবার আমরা হুইলের আসল কাজটা দেখি। মানে রঙ করার সময় এটা আসলে কি কাজে লাগে। একটা ছবি রঙ করার সময় আসলে মূল যে ব্যপারটা মাথায় আগে আনতে হবে সেটা ...