September 11, 2011

এনিমেশন ওয়ার্কশপ

ছবিতে ক্লিক করুন ইহা হয় একটি এনিমেশন
POKEE'র সাথে এনিমেশন ওয়ার্কশপ চলছে পুরোদমে, ওয়ার্কশপটা আসলে খুবই ভাল হচ্ছে। বিশেষ করে অপু ভাই খুবই হেল্পফুল টিচার হিসেবে নিজেকে প্রমান করে যাচ্ছেন। আর এই গ্রুপের সবাই (আশীষ ভাই, তৌফিক ভাই, শ্রাবনী) সেই মীনা ওয়ার্কশপের সময় থেকে পরিচিত বলে বেশ একটা ফ্রেন্ডলি (মানে কি না চাইলেই ফাঁকি মারা যাচ্ছে) পরিবেশ।  এই গ্রুপের সবাই আসলে এক কথায় ভাল মানুষ। আর নিজেদের কাজটা তারা ভালই বোঝেন।

আজ সারাদিন ক্যারেক্টার হাঁটালাম (Walk cycle)। মাঝখান দিয়ে নিজের হাঁটার স্টেপ ভুলবার জোগাড়! ব্যপারটা ভালই জটিল। তবে মজা পাচ্ছি। একেকটা ব্যপার সলভ হলে খুবই ভাল লাগে। আশা করি এই ওয়ার্কশপ শেষে ছোটখাট একটা স্টোরি নিয়ে এনিমেশন নামায়ে ফেলা যাবে!

2 comments:

  1. Mojadaar... :) !!

    Mehedi vaaai..... ami o shiktam chai.... 2d animation nd aka... :(

    ReplyDelete
  2. আরে আমার কথা পুরা ভুইলা গেছেন রে ভাই। এ্যনিমেশন ওয়ার্কশপ করে ফেললেন! বাই দ্যা ওয়ে, আমিও শখে অনেক অনেক আগে দুটি তিনটি টুডি এ্যানিমেশন বানিয়েছিলাম কোন প্রাকার নলেজ ছাড়া। নলেজ মানে আপনারা যেমন নলেজ রাখেন তার ধারের কাছেও না। আমি জানিনা আগেও আপনাকে আমার এই দুটি এ্যানিমেশনের লিংক দিয়েছিলাম কিনা। যদি দিয়েও থাকি তো সমস্যা কি, না হয় আবার দিলাম। http://wp.me/pfC1m-9i

    ReplyDelete

চলছে ফরেন কমিকস