December 19, 2010

রিক্সা প্যালেট

অনেক দিন ধরে করি করি করে করা হচ্ছিলো না। সরাসরি কোন একটা 'দেশী' ছবি থেকে কালার প্যালেট বানিয়ে একটা ড্রয়িং করার শখ অনেক দিনের। বলা হয় আমাদের কালার ক্ষ্যাত, ক্যটক্যটা। তাই আমরা রঙ করার ক্ষেত্রে 'বাইরের' কালার প্যালেট ফলো করি। কিন্তু সেটা করবার আগে একটা ট্রাই দেয়াটা মনে হয় মন্দ না। সেই চেষ্টার প্রথম ধাপ। (জানি কিছু হয় নাই, আর দয়া করে কি আঁকছি সেইটা জিজ্ঞেস করবেন না, কারণ আমিও জানি না)
টম রিচমন্ড এর একটা পোস্ট পাইলাম কালার নিয়া

1 comment:

  1. আমার কাছে মনে হয়েছে, এইটা একটা প্লাস্টিকের futuristic ড্রাগনের বাচ্চা। দারুন
    কাজ, এবং সুন্দর আইডিয়া। ধন্যবাদ আপনাকে।

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...