বেশ আমোদ নিয়ে লিখে যাচ্ছি পিশাচ কাহিনি সিরিজ। এবারের কিশোর আলো নভেম্বর সংখ্যার জন্যে একটা ছোট কমিক্স এঁকে ফেললাম। প্যানেল আলাদা করে কম্পোজিশন করে ফেলা যায় কিন্তু পুরো পেইজের যে একটা ফ্লো কম্পোজিশন থাকে সেটা ধরতে পারছি না। থিওরি আর প্র্যাকটিকাল এ আসলে অনেক তফাত। তবে চেষ্টা চলবে। নতুন রাধা ক্যারেক্টার টা আমার নিজের বেশ পছন্দ। তবে নিশ্চিত একটা মিশ্র প্রতিক্রিয়া আসবে এর থেকে, সেটাই মজা।