June 29, 2015

কমিক্স আঁকিয়েদের জন্যে

বইটা বেশ মজার মনে হল। স্লাইড শেয়ার থেকে নামাতে গিয়ে দেখি এম্বেড কোড দেয়া আছে। এম্বেড করে দিলাম।

June 21, 2015

ঢাকা কমিক্স এর ব্যানার


ইন্টারনেট দুনিয়ায় ঢোকার পরে কাজের চেয়ে আকাজের মাত্রা বেড়েছে। কিছু এঁকেই সেটা শেয়ার, এডিট, ইত্যাদি করতে করতেই যায়। এখন আবার যোগ হয়েছে ভিডিও এডিট। Camtasia নামের একটা ভিডিও এডিটিং ও স্কৃন ক্যাপচার সফটওয়ার নামিয়েছি। যা-ই আঁকি ভিডিও করি। মজাই লাগে। এটা ঢাকা কমিক্স এর ফেইসবুক পেইজ  এর ব্যানার এর জন্যে করা।

June 07, 2015

কিশোর আলো

এবারের কিশোর আলো'র কভার করলাম। যে কোন কভার আঁকার মজা হল কাগজটা সাধারণতঃ ভাল হওয়াতে রঙ অনেক ব্রাইট আসে, আর নিউজপৃন্ট এ যেমন আউটলাইন ছাড়া আঁকলে লেপ্টে যায়- এখানে সেই ভয় নাই।

New Look: Mitu


বিয়ের পরে সবাই পাল্টে যায়, মিতুও পাল্টে গেছে। ভার্টিকাল চুল হরাইজন্টাল হয়ে গেছে।
(আমি অবশ্য আগের মতই আছি।)

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...