AIUB'র 3D Modelling and Animation থেকে তানবিন আমিন মারফত জানতে পেলাম সেখানে তিনি ওয়ান অব দ্যা ফ্যাকাল্টিজ হিসেবে একটা ফন্দী আঁটছেন যে কিভাবে থৃ ডি শিল্পী হতে ইচ্ছুকদের একটা মিনিমাম বেসিক 2D ড্রয়িং কোর্স করানো যায়। অর্থাৎ কিভাবে দ্বিমাত্রিক থেকেই আসলে ছবিগুলি ত্রিমাত্রিক হয় সেটা। হাতের কাছে আমাকে পেয়ে আমাকেই ভাঙ্গা কুলো হিসেবে আহ্বান। আমি মহা খুশী। খালি রোজা রেখে সারাদিন কিভাবে ভ্যাজর ভ্যাজর করবো সেটা নিয়ে চিন্তিত।
June 30, 2014
Basic Drawing Workshop
AIUB'র 3D Modelling and Animation থেকে তানবিন আমিন মারফত জানতে পেলাম সেখানে তিনি ওয়ান অব দ্যা ফ্যাকাল্টিজ হিসেবে একটা ফন্দী আঁটছেন যে কিভাবে থৃ ডি শিল্পী হতে ইচ্ছুকদের একটা মিনিমাম বেসিক 2D ড্রয়িং কোর্স করানো যায়। অর্থাৎ কিভাবে দ্বিমাত্রিক থেকেই আসলে ছবিগুলি ত্রিমাত্রিক হয় সেটা। হাতের কাছে আমাকে পেয়ে আমাকেই ভাঙ্গা কুলো হিসেবে আহ্বান। আমি মহা খুশী। খালি রোজা রেখে সারাদিন কিভাবে ভ্যাজর ভ্যাজর করবো সেটা নিয়ে চিন্তিত।
June 19, 2014
Subscribe to:
Posts (Atom)
হ্যাংওভার কাটিয়ে
একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
এইবার আমরা হুইলের আসল কাজটা দেখি। মানে রঙ করার সময় এটা আসলে কি কাজে লাগে। একটা ছবি রঙ করার সময় আসলে মূল যে ব্যপারটা মাথায় আগে আনতে হবে সেটা ...