April 29, 2011

অপ্রকাশিতঃনিউ এইজ

রগ কাটাকাটি এখন আর কারো একার পেটেন্ট না

April 26, 2011

উন্মাদঃতিন লেয়ার এ


উন্মাদে অবশেষে শেড শ্যাডো দিয়ে আঁকা শুরু করল্লাম, অচিরেই উন্মাদের গ্রাফিক্স এ ব্যাপক পজিটিভ পরিবর্তন আনা হবে, 
অলরেডি কি বোর্ড আর টেবিল ঝাড়ার জন্যে একটা ঝাড়ুনী কেনা হয়ে গেছে, অয়ান স্টপ স্টেপ অফ... ইত্যাদি

স্টে টিউন্ড

আবার রস+আলো

গরমে ত্রাহি অবস্থা, এর মাঝে শ্রীমান সিমু নাসের এর ফোন, রস+আলোর প্রচ্ছদ করব কি না। এবার যদিও দুইদিন আগে জানানো হল, কিন্তু সেই থোর বড়ি খাড়া- আবার নাইট ফাইট, শুক্রবার পুরা রাত ইঙ্কিং (চেয়রটা আঁকতেই দুই ঘন্টা লাগছে, আমার চেয়ার)। তারপর ভোর চারটাতেও কারেন্ট না আসায় ঘুম দিলাম। পরদিন নিউ এইজে ল্কালারিঙ্গতা করে মেইল দিলাম। নিউ এইজের চাকরী আর কদ্দিন থাকে কে জানে, কারন সম্পাদক সাহেব যে ক'বার আমার কিউবিকল এ উঁকি দিলেন দেখলেন আমি রস+আলোর কভার আঁকতে ব্যস্ত, এর আগেরদিন এঁকেছি উন্মাদেরটা!

April 11, 2011

রস+আলোঃ বৈশাখ ১৪১৮ প্রচ্ছদ

রস+আলোর জন্যে করা, রাত ১ টা টু ভর চারটা, সিমু ভাই মিথ্যা আশ্বাস দিয়েছিলেন যে উনিও সারারাত জেগে থাকবেন...


April 01, 2011

দেশের অর্থনীতি

ইয়ায়াশিতেছে! এক স্বপ্নের ADP!!


সাপ্তাহিক বুধবার থেকে

খোমাক্যাচারঃ কার্টুনিস্ট রিফাত ভাই

এই ভদ্রলোক কে দেখলে নিজেকে অনেক ছোট মনে হয় (ওনার হাইট ৬ ফুটের ওপর) আর এমনই কপাল সে সবসময় ঘোরে আরেক গোলাইয়াথ জুনায়েদ এর সাথে। দু'জন আমাকে দেখলে ফুটখানেক ঝুঁকে বলে 'ক্যামন আছেন মেহেদী ভাই?' যা-ই হোক। এই দু'জন ইনফ্যাক্ট সবচেয়ে স্টাইলিস কার্টুনিস্টও বটেন।

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...